27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

চাঁদপুরে আজম খানের তত্ত্বাবধানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা চেয়ে এবং দেশের মানুষ যাতে ভালো থাকে সে প্রত্যাশা রেখে চাঁদপুরে আজম খানের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) পৌর ১৪নং ওয়ার্ডের বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিল ও দোয়া করা হয়।

আজম খান হচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপির বৈদেশিক সম্পর্ক উপকমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শাহনেওয়াজ খান বলেন, এই দেশ শহীদ জিয়ার দেশ, খালেদা জিয়ার দেশ, তারেক রহমানের দেশ তথা জনগণের দেশ। এখানে কি হবে না হবে তা জনগণই সিদ্ধান্ত দিবে। সামনে জাতীয় নির্বাচনে এই চাঁদপুর সদর ও হাইমচরে বিএনপির দলীয় প্রতীক নিয়ে আসবে আজম খান। সবাইকে মনে রাখতে হবে দল যখন যে সিদ্ধান্ত দিবে সে মোতাবেক আমাদের কাজ করতে হবে। এই চাঁদপুর-৩ আসন আজম খানের হাতেই নিরাপদ।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলন বলেন, দলীয় পরিচয় দেয়া হয় মানুষের সেবা করার জন্য। কিন্তু অনেকেই দলীয় পরিচয়ের ব্যবহার ভিন্নখাতে ব্যবহার করে অসাধু কার্যক্রমে লিপ্ত হচ্ছেন। সব তথ্য খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে রয়েছে। কাজেই কোন চাঁদাবাজকে নয় বরং আজম খানের মতো সমাজসেবীরাই এই দলের যোগ্য নেতা। তাই তিনিই চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতিকের একমাত্র যোগ্য লোক। মনে রাখতে হবে দলীয় সিদ্ধান্ত যা আসবে তা মেনেই কাজ করতে হবে।

এসময় চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রানা, সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক সুকুমার রায়সহ বিএনপি’র দলীয় ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সকলে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা চেয়ে দোয়া ও মুনাজাত করা হয়।

এনএ/

দেখুন: চাঁদপুরে ইলিশ নিয়ে প্রতারণা, কোন ইলিশের দাম কতো?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন