চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি দ্বিতল মার্কেট ভবনে ফাটল দেখা দিয়েছে। তিন বছর আগে মার্কেটটির নির্মাণকাজ শেষ হলেও এখনো উদ্বোধন হয়নি। বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অযত্ন-অবহেলায় নবনির্মিত ভবনের চারপাশে এখন ঝোঁপঝাড়ে ভরে গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নাচোল উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সিআরএম আইডিপি প্রকল্পের আওতায় গোলাবাড়ি হাটে দ্বিতল মার্কেট ভবন নির্মাণকাজ শুরু করা হয় ২০২০ সালের ৫ জানুয়ারি। ২০২২ সালের শেষ দিকে ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় ২ কোটি ৬৩ লাখ টাকা।
কসবা ইউপির গোলাবাড়ি হাটের নাসির জানান, এক সময় কসবা ইউপির পেছনে ডেইলি বাজারে জনসাধারণের জমায়েত হতো। ডেইলি বাজারে আরও জনসমাগমের জন্য মার্কেট নির্মাণ করা হয় বলে শুনেছি। অথচ নির্মাণের তিন বছর পার হলেও মার্কেট চালু হয়নি। অযতœ-অবহেলায় মার্কেটের চারপাশ এখন জঙ্গলে পরিনত হয়েছে। ভবন নির্মাণের নামে অর্থ লুটপাট করতেই এমন ভবন নির্মাণ করা হয়েছে।
কসবা ইউপির বর্তমান চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বলেন, বর্তমানে মার্কেট ভবন কোনো কাজে আসছে না। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
এলজিইডির নাচোল উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ভবনের নির্মাণকাজ শেষে ডিসি অফিসকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন ডিসি অফিস মার্কেট ভবনের বিষয়ে সিদ্ধান্ত নিবে।
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ৬ ভারতীয় নাগরিক আটক: দেশে ফেরতের প্রক্রিয়া শুরু


