০৮/১১/২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ২ মাদরাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু   

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদরাসায় দুই আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় পেট ব্যথা ও বমি উপসর্গ নিয়ে তারা মারা যায়। মৃত শিক্ষার্থীরা হলো গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০)। তারা রাধানগরের ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

মাদরাসার পরিচালক আশরাফ আলী জানান, রাতে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, সাপ বা বিষাক্ত পোকার কামড়ে শিক্ষার্থীদের মৃত্যু হতে পারে। তানিয়ার পায়ে সামান্য ক্ষত দেখা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন