চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মো. রিশানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মো. রিশানের বিরুদ্ধে ককটেলবাজি, লুটপাট ও হত্যাচেষ্টাসহ ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার রিশান ইসলামপুর ইউনিয়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমানের ছেলে। তার বাবাও এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।
কিশোর গ্যাং লিডার রিশানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, গোপন তথ্যে বুধবার রাতে শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার মো. রিশানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেপ্তার রিশানের বাবা জিয়া মেম্বার আওয়ামী লীগ শাসনের বিগত ১৬ বছরে ইসলামপুরের ত্রাস ও মাদককারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত লাভ করেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারে বোমাবাজি ও মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পরও জিয়া মেম্বার এলাকাতে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখেন। জিয়া মেম্বারের এসব অপরাধের সহযোগী তার ছেলে রিশানও। ইসলামপুরে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে জিয়া গ্রুপের প্রকাশ্য তৎপরতা। তার ছেলে রিশান আরেক আতঙ্কের নাম। বাপ ছেলে মিলে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছেন। মাদকের গডফাদার সাদিকুল ইসলাম, গোলাব, সামিরুল আকাড়ি, কিশোর গ্যাং লিডার আমিরুল, বাবুসহ বেশ কয়েকজন মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।
পড়ুন: কায়সার কামালের সহযোগিতায় ৭ম ধাপে চোখের চিকিৎসা পাচ্ছেন অর্ধশত মানুষ
দেখুন: কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গো/লা/গু/লি |
ইম/


