24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

ঋণ আদায়ের চাপ সইতে না পেরে মাঠকর্মীর আত্মহত্যা

চট্টগ্রামের বোয়ালখালীতে মানসিক চাপ সইতে না পেরে, আত্মহত্যা করেছেন শুক্লা দে নামে এক সমবায় কর্মচারী। অভিযোগ উঠেছে, দুইমাস ধরে টার্গেট পূরণের জন্য তাকে চাপ দিচ্ছিলেন সংস্থার উর্ধ্বতনরা। কেটে নেওয়া হচ্ছিল বেতন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রুপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে, ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন শুক্লা দে। ৩৮ বছর বয়সী এই নারী প্রায় ২ বছর ধরে কর্মরত। গত বছরের নভেম্বরে হিসাবের গড়মিল দেখিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। বদলী এবং বেতন থেকে টাকা কাটা হয় শুক্লার।

এসব সইতে না পেরে গত রবিবার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শুক্লা। পরিবারের অভিযোগ- গত নভেম্বরে ১৫ হাজার টাকা বেতনের মধ্যে ৬ হাজার টাকা কেটে রাখে সংস্থাটি। পাশপাশি হেনস্তা করা হয় তাকে।

তবে সব অভিযোগ অস্বিকার করেছে সমিতিটি। গ্রাহকের সুনিদ্দিষ্ট অভিযোগ পাওয়ার পরও শুক্লা’কে চাকুরিচ্যুত করা হয়নি বলে জানিয়েছে তারা।

এ ঘটনায় শুক্লার স্বামী সিদুর পাল বাদি হয়ে বোয়ালখালী থানায় মামলা করেছেন।

টিএ/

দেখুন: মানসিক চাপ দূর করার কৌশল 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন