২২/০৬/২০২৫, ০:০০ পূর্বাহ্ণ
28 C
Dhaka
২২/০৬/২০২৫, ০:০০ পূর্বাহ্ণ

চামড়ায় সঠিক সময়ে লবণ না দেয়ায় দাম কমেছে: শিল্প উপদেষ্টা

চামড়ায় দেরিতে লবণ দেয়ার কারণে চলতি বছর কোরবানির পশুর চামড়ায় অনেকে কাঙ্ক্ষিত দাম পাননি বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

চামড়ার দর কমা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে আড়তদার আর মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে। উঠে এসেছে সিন্ডিকেট বা অন্তরালের খেলার প্রসঙ্গও। এমন পরিস্থিতিতে ঈদের দুইদিন পর সোমবার (৯ জুন) সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এ পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার পিস চামড়া এসেছে শিল্পনগরীতে। ঢাকায় আছে সাড়ে ৭ লাখ পিস।

এ সময় চামড়ার বাজার নিয়ে উঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উপদেষ্টার। এ বিষয়ে তিনি বলেন, চামড়া শিল্পের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। চলতি বছর ৩০ হাজার টন লবণ বিতরণ করা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, চামড়ায় দেরিতে লবণ দেয়ার কারণে চলতি বছর কোরবানির পশুর চামড়ায় অনেকে কাঙ্ক্ষিত দাম পাননি। তবে লবণজাত চামড়ার দর ঠিকই আছে। সরকার তৎপর ছিল বলেই এ বছর খুব কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে।

ল্যাম্পি স্কিন রোগের কারণে চলতি বছর ৩০ শতাংশ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা আছে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।

পড়ুন: খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন উপদেষ্টা আদিলুর রহমান

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন