22 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে মোহাম্মদ হানিফ নামে এক চালককে কুপিয়ে হত্যার পর প্রাইভেটকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ (২৫ অক্টোবর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হানিফ লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মো. কেরামত আলীর ছেলে। ছিনতাই হওয়া ওই প্রাইভেটকারটির চালক ছিলেন তিনি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী জানান, সকালে মরদেহটি সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় গাড়িটি ছিনতাইয়ের কবলে পড়ে। এসময় দুর্বৃত্তদের বাধা দিলে তাকে কুপিয়ে হত্যার পর প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়। হত্যা সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন