28 C
Dhaka
সোমবার, নভেম্বর ১১, ২০২৪
বিজ্ঞাপন

চালক ছাড়াই চলবে টেসলার অত্যাধুনিক রোবোট্যাক্সি

আবারও পুরো বিশ্বের নজর কেড়ে নিল এলন মাস্কের টেসলা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত হয়েছিল এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের এক নয়া ভার্সন তুলে ধরলেন এলন মাস্ক। এই গাড়িতে থাকবে না কোনও ‘স্টেয়ারিং হুইল’। চালক ছাড়াই চলবে গাড়িটি।

এলম মাস্ক জানান, ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে শুরু হয়ে যাবে এই গাড়ির নির্মাণ কাজ। গাড়ির দাম হবে আনুমানিক ৩০ হাজার ডলারের কিছু কম।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই গাড়ি সম্পূর্ণরূপে প্রযুক্ত নির্ভর। গাড়িটিতে কোনও ‘স্টেয়ারিং হুইল’ নেই ফলে আলাদা করে চালকের প্রয়োজনই নেই। নিজে থেকেই যে কোনও কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম গাড়িটি। যাত্রীরা নির্ভয়ে এ গাড়িতে চলাচল করতে পারবেন।

আগে থেকে ঠিক করে দেওয়া গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছে যাবে গাড়ি। ২০২৬ সাল থেকে জোর কদমে শুরু হয়ে যাবে এই গাড়ি নির্মাণের কাজ। সংস্থা এখনও পর্যন্ত গাড়ির সঠিক দাম প্রকাশ না করলেও ভারতীয় মুদ্রায় এর আনুমানিক দাম পড়বে আনুমানিক ২৫ লক্ষ টাকা।

শুধু তাই নয় সংস্থার দাবি অনুযায়ী, এই রোবোট্যাক্সি যাত্রা খরচও খুব একটা বেশি নয়। জানা যাচ্ছে, ১.৬ কিলোমিটার যাত্রায় এই গাড়ির খরচ পড়বে ভারতীয় মুদ্রায় মাত্র ১৬ টাকা। এই ইলেক্ট্রিক রোবোট্যাক্সিতে একসঙ্গে দুই জন যাত্রা করতে পারবেন।

তবে শুধু রোবোট্যাক্সি নয়, এই ইভেন্টে রোবোভ্যানের কনসেপ্টও নিয়ে আসেন এলন মাস্ক। চালকবিহীন এই গাড়িতে একসঙ্গে ২০ জন যাত্রা করতে পারবেন বলে জানিয়েছে সংস্থা। সব মিলিয়ে স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে টেসলা।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন