আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায়, গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি- বিজেপি।
পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আর জি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির নাগরিকরা।
মেয়েরা রাত দখল করো- নামের এই বিক্ষোভ কর্মসূচি ভারতজুড়ে পালিত হচ্ছে। এদিকে, ঘটনায় জড়িত ব্যক্তির ফাঁসির দাবিতে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকালে মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে তার।