চলতি বছর চিকিৎসাশাস্ত্রে অনবদ্য অবদানের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন।
আজ সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট তাদের নাম ঘোষণা করে।
মাইক্রোআরএনএর কার্যক্রম আবিষ্কার ও পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের প্রক্রিয়া আবিষ্কারে এই পুরস্কার পেলেন তারা।
প্রতি অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। চলতি বছর চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা করার মাধ্যমে নোবেল পুরস্কারের উদ্বোধন করা হলো।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত নানা ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এছাড়া, আগামী ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে।