চলতি বছরের প্রথম বিদেশ সফরে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফর করতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সোমবার (১৪ এপ্রিল) থেকে শুক্রবার (১৮ এপ্রিল) পর্যন্ত তিনি ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন বলে নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের আমন্ত্রণে ১৪-১৫ এপ্রিল শি ভিয়েতনাম সফর করবেন। এরপর ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত তিনি মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে থাকবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। এর জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছে, যা ১২ এপ্রিল থেকে কার্যকর হবে।

এই বাণিজ্য দ্বন্দ্বের মাঝে চীনা দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়।
উল্লেখযোগ্য যে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত বিরোধে ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর মধ্যে মালয়েশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া শুল্ক হ্রাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, শি জিনপিং সর্বশেষ মালয়েশিয়া সফর করেছিলেন ১২ বছর আগে এবং কম্বোডিয়া সফর করেছিলেন ৯ বছর আগে। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি সর্বশেষ ভিয়েতনাম সফর করেন। নতুন এ সফরে বাণিজ্য, কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পড়ুন: ‘মার্চ ফর গাজা’ নিয়ে জরুরি নির্দেশনা
দেখুন: দেশ বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা |
ইম/