22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

চীনে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে ৩৫ জন নিহত

চীনে একটি স্টেডিয়ামের বাইরে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ৬২ বছর বয়সী ফান নামক এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঝুহাই শহরের ঐ স্টেডিয়ামে শরীরচর্চ্চারত জনতার ভিড়ে গাড়ি ঢুকে পড়ায় এই দূর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। শহরে বাড়তি নিরাপত্তার মধ্যেও এ ঘটনা ঘটল। শহরটিতে বড় ধরনের বেসামরিক ও সামরিক এয়ার শো অনুষ্ঠিত হচ্ছে। খবর বিবিসির।

চীনে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে ৩৫ জন নিহত

ফান একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) গাড়ি নিয়ে ব্যারিয়ার ভেঙে ঝুহাই স্পোর্টস সেন্টারে ঢুকে পড়েন। স্থানীয় পুলিশ এটিকে গুরুতর ও নৃশংস আক্রমণ বলে উল্লেখ করেছে। চীনা গণমাধ্যম খবরে জানায়, আহতদের মধ্যে বৃদ্ধ, তরুণদের সঙ্গে শিশুরাও রয়েছে।

আরও চীনে গোপনে ড্রোন প্রকল্প রয়েছে রাশিয়ার

‘সরকার ভারতের অনুগত, চীনের সঙ্গে বিদ্বেষ তৈরি হয়েছে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন