34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

চুয়াডাঙ্গায় জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জুলাই যোদ্ধাদের হাতে কার্ড তুলে দেন।

স্বাস্থ্য কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসলাম হোসেন অর্ক, পরিসংখ্যান কর্মকর্তা আকতার হোসেন এবং জুলাই যোদ্ধারা।

এ সময় জেলার ৪৫ জন জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘‘যে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলি দিতে কোনো কার্পণ্য করা হবে না। সমাজ সেবা অধিদপ্তর থেকে সরকারি অনুদান পাওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। সরকারি সুবিধাগুলির মধ্যে থেকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা আন্তরিকভাবে আমাদের দায়িত্ব পালন করছি। ৪৫ জন হেলথ কার্ড পাবেন এবং সরকারি হাসপাতালে তাদের যেসব সুবিধা প্রাপ্য, তা বিনামূল্যে পাবেন।’’

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘‘এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন, আপনাদের জন্য হেলথ কার্ডের সুবিধা একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।’’

সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘‘এই ৪৫ জন হেলথ কার্ডধারী সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা, ওষুধ, টেস্ট এবং অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সেবা পাবেন। বেসরকারি সেবার বিষয়েও কাজ চলছে।’’

প্রসঙ্গত, ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে ছাত্রজনতার গণআন্দোলনে চুয়াডাঙ্গা জেলার যেসব ছাত্র-জনতা আহত হয়েছিলেন, তাদের জন্য এই সরকারি গেজেট প্রকাশ ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

পড়ুন : চুয়াডাঙ্গায় প্রতারণা : দুই মাসে ৫০ লাখ লেনদেন, ধরা পড়ল দুই সদস্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন