১৫/০৬/২০২৫, ৯:২৪ পূর্বাহ্ণ
28.1 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:২৪ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

তীব্র গরমে জনসাধারণের মাঝে স্বস্তি ফেরাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাসব্যাপী বিশুদ্ধ পানি ও ওরাল স্যালাইন বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, “চুয়াডাঙ্গার আবহাওয়া বরাবরই বৈচিত্র্যময়। সম্প্রতি তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী ও পথচারীরা চরম দুর্ভোগে রয়েছেন। মানবিক দিক বিবেচনায় আমরা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের পক্ষ থেকে মাসব্যাপী বিশুদ্ধ পানি ও ওরাল স্যালাইন বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।



চুয়াডাঙ্গা জেলা শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী বুথ স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন সার্বক্ষণিকভাবে পানি ও স্যালাইন সরবরাহ করা হবে। পাশাপাশি, শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে পথচারী ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এসব উপকরণ। আমাদের এই কর্মসূচি পুরো মাসজুড়ে চলবে।”

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরণের মানবিক কার্যক্রমে রাজনৈতিক দলগুলোর আরও এগিয়ে আসা উচিত।



এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুর রহমান পিটু, খালিদ মাসুদ মিল্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা যুবদলের সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, নাজমুল আরেফীন কিরণ, আমানউল্লাহ আমান, আরিফ আহমেদ বিপ্লব, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা এবং মাজেদুল আলম মেহেদী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব।

উল্লেখ্য, গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

পড়ুন: সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা, ঢাকায় ৩৯.৯ ডিগ্রি

দেখুন: চুয়াডাঙ্গায় টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন