28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

চুয়াডাঙ্গায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

চুয়াডাঙ্গায় সদরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুন্নামোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিপুল (১৮), তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার বুড়োপাড়া গ্রামের আয়তাল বিশ্বাসের ছেলে।

চুয়াডাঙ্গায় সদর থানার ওসি খালেদুর রহমান জানান, বুধবার রাতে সরোজগঞ্জ এলাকা থেকে তিন যুবক মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরে মার্কেট করতে আসছিলেন।

চুয়াডাঙ্গা পৌর এলাকার মুন্নামোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোট ছয়জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা যান।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পরপরই একজন মারা যান।

ওসি খালেদুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পড়ুন: চুয়াডাঙ্গায় জিকে ক্যানেলের পানি নেওয়া হচ্ছে পুকুরে, কৃষি জমির ফসলের ক্ষতি হওয়ায় চাষীদের ক্ষোভ

দেখুন: নতুন পদ্ধতিতে চুয়াডাঙ্গায় গরমকালেও পেঁয়াজ চাষ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন