০৮/১১/২০২৫, ৯:২২ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবায় কাজের অঙ্গীকার তরুণ চিকিৎসকদের

চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন আগামী দিনের সম্ভাবনাময় চিকিৎসকরা। গতকাল বুধবার (১ অক্টোবর) শহরের পুলিশ পার্কে চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএমএসএ)-এর আয়োজনে দিনব্যাপী চড়ুইভাতি ও পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এই ঘোষণা দেন।

দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার ৮০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। তারা বলেন, ভবিষ্যতে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত সমান স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সচেতন সমাজকর্মী হিসেবেও মানুষের পাশে দাঁড়ানো হবে তাদের লক্ষ্য।

সিএমএসএ’র সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোমিন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আকলিমা খাতুন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. ফারহানা ওয়াহিদ তানি, ডা. অনিক চৌধুরি ও ডা. প্রান্ত। অতিথিরা তাদের বক্তব্যে চিকিৎসা ক্ষেত্রে সততা, আন্তরিকতা ও মানবসেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন ডা. এহসানুল হক তন্ময়, ডা. মাহবুবুর রহমান মিলন, ডা. ফকির মোহাম্মদ, ডা. শফিউজ্জামান সুমন, ডা. ইনসানুল আলম, ডা. ফারহানা ওয়াহিদ তানি, ডা. সালমা শাহনেওয়াজ পারভীনসহ আরও অনেকে।

দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিজ্ঞতা বিনিময় ও দিকনির্দেশনামূলক সেশন। এটি সঞ্চালনা করেন সিএমএসএ’র সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ শাহরিয়ার সিয়াম ও ডা. তানজিলা তাসমিম চাঁদনী।

শিক্ষার্থীরা প্রত্যয় ব্যক্ত করেন, চিকিৎসা শিক্ষার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে তারা চুয়াডাঙ্গাকে স্বাস্থ্যখাতে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুর সীমান্তে ১৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন