১৪/০৬/২০২৫, ১৪:৫২ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:৫২ অপরাহ্ণ

চুয়াডাঙ্গায় আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তাপদাহে হাঁসফাঁস জনজীবন

চুয়াডাঙ্গায় এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে লাগাতার তাপদাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা গত ছয় দিন ধরে এ জেলায় রেকর্ড হচ্ছে।

আজ বুধবার (১৪ মে) দুপুর ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪২ শতাংশ। প্রায় ৪০ ছুঁই ছুঁই এই গরমে জনজীবন হয়ে পড়েছে নাকাল। মে মাসের শুরু থেকেই সূর্যের তীব্রতা বাড়তে থাকায় চুয়াডাঙ্গার মানুষ রীতিমতো হাঁসফাঁস করছেন।

গত কয়েকদিন ধরেই গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। দিনের বেলায় রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও কৃষিকাজে নিয়োজিতরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৩ মে) ৩৮.৭, সোমবার (১২ মে) ৩৮.৮, রবিবার (১১ মে) ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া গত শনিবার (১০ মে) এই মৌসুমের সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। এই তীব্র গরমে শুধু মানুষ নয়, হাঁপিয়ে উঠেছে প্রাণীকুলও।

আলমডাঙ্গা শহরের বাসিন্দা নাজমুল হক শাওন বলেন, “রাস্তায় বের হলেই মনে হয় শরীর পুড়ে যাচ্ছে। এই গরমে যেন নিঃশ্বাসও নিতে কষ্ট হয়।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালপাড়ার বাসিন্দা সাকিব আলী বলেন, “গত কয়েকদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা আমাদের এখানেই। চলাচলে খুব কষ্ট হচ্ছে। এখুনি যদি বৃষ্টি না হয়, তাহলে অনেকেই অসুস্থ হয়ে পড়বে।”

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলমান এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ বইছে, যার মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, “আজ বেলা তিনটায় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দু-এক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে।”

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, “হিটস্ট্রোক ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা সবাইকে বাইরে প্রয়োজন ছাড়া না বের হওয়ার এবং দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করার পরামর্শ দিচ্ছি।”

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অতিরিক্ত গরমে তাপঘাত (হিটস্ট্রোক), ডিহাইড্রেশন, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি ঝুঁকি বাড়ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এনএ/

দেখুন: চুয়াডাঙ্গায় টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন