১৪/০৬/২০২৫, ১৪:০৪ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:০৪ অপরাহ্ণ

চুয়াডাঙ্গায় ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুর গ্রামে নিজ বাড়ির ছাদে ধান শুকাতে গিয়ে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন নাসিমা খাতুন (৫০) নামে এক গৃহবধূ।

আজ বুধবার (১৪ মে) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা খাতুন ওই গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা ফইম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি একতলা বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন। অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।”

এনএ/

দেখুন: নতুন পদ্ধতিতে চুয়াডাঙ্গায় গরমকালেও পেঁয়াজ চাষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন