দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ উঠানামা করছে। এই আবহাওয়ার পরিবর্তনের কারণে আবারও জেঁকে বসেছে শীতের তীব্রতা। গত ২৪ ঘণ্টার ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মেঘলা আকাশ ও কুয়াশায় ঢাকা পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এ জেলা। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তবে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এরপর আবারও তাপমাত্রা বাড়বে।’
এনএ/