39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

চুয়াডাঙ্গা কাঁপছে মৃদু শৈত্যপ্রবাহে, তাপমাত্রা ৮.৭ ডিগ্রি 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার জনপদ কাঁপছে মৃদু শৈত্যপ্রবাহে। তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। উত্তরের হিমেল হাওয়ার জন্য বেড়েছে শীতের তীব্রতা।

সাঁঝ সকালে সূর্য উকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেল থেকে আবারও কুয়াশার দাপট দেখা দিয়েছে এ জেলায়। হাসপাতালে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা।

তাপমাত্রার পারদ কমে যাওয়ার কারণে কনকনে শীতে কাঁপছে এ জেলার মানুষ। রাতভর বৃষ্টির মতো ঝরেছে শিশির। কনকনে শীতের সঙ্গে বরফের মতো ঠান্ডা বাতাসে কাবু করে তুলছে স্থানীয়দের। এ জেলার মানুষদের রাস্তার কোথাও কোথাও কাগজের কাটন, শুকনো কাঠ খড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। তবে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বেড়িয়ে পড়েছেন দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন পেশার মানুষদের। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ‘শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি আরও বলেন, ‘এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৮৫ ভাগ। তাপমাত্রা আরও কমতে পারে।’

এনএ/

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় তীব্র শীতের আভাস, খেটে-খাওয়া মানুষের কপালে চিন্তার ভাজ!

দেখুন: ১৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, সামনে শীত বাড়বে আরও

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন