ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী। তিনি নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান। কার্যালয়ে অনুপস্থিত থাকছেন তিনি, নেই বাড়িতেও। পাওয়া যাচ্ছে না মোবাইল ফোনেও। এমন অবস্থায়, বিড়ম্বনায় পড়েছেন সেবা প্রার্থীরা।
ঈদের তিন দিন আগে গত ১৩ জুন নিজ কার্যালয়ে সর্বশেষ অফিস করেছেন লায়লা কানিজ। ঈদের ছুটি শেষে এ পর্যন্ত একবারের জন্যও কার্যালয়ে আসেননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী তিনি। তার অনুপস্থিতিতে বিড়ম্বনায় পড়েছেন সেবা প্রার্থীরা। স্থানীয়রাও তুলে ধরছেন নানান অপকর্মের অভিযোগ।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানালেন, লায়লা কানিজের স্বেচ্ছাচারিতার অভিযোগ।
রায়পুরা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জানান, লায়লা কানিজ তার কক্ষে জনসাধারণকে প্রবেশ করতে দিতেন না। জানালেন আরও অভিযোগের কথা।
এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করতে গেলে, কোথাও পাওয়া যায়নি লায়লা কানিজকে। বন্ধ পাওয়া যায় সবকটি মোবাইল ফোন নম্বর।
সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্বেও।