কোপার শিরোপা জয়ের পর বড় দুঃসংবাদ আর্জেন্টাইন দলে। ইনজুরির কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে মেসিকে।
এদিকে, ফ্রান্স দলকে নিয়ে বাজে ভাষায় গান গাওয়ার পর ক্ষমা চেয়েছেন ফার্নান্দেজ। আর ইউরোর ব্যর্থতায় পদত্যাগ করেছেন ইংল্যান্ড কোচ সাউথগেট।
কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান লিওনেল মেসি। পরীক্ষা-নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিবৃতিতে বলা হয়, লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন।
কোপার ফাইনালে ম্যাচের ৬৪ মিনিটে মাঠ ছাড়েন মেসি। ডাগআউটে বেঞ্চে বসে মুখ ঢেকে কেঁদে ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক। পরে ক্যামেরায় দেখা যায়, মেসির ডান অ্যাঙ্কেল বেশ ফুলে গেছে।
এদিকে, ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান গাওয়ার পর ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক লাইভে, ওই গানটি শোনা যায় এনজোর মুখে।
অন্যদিকে, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ইউরোতে স্পেনের কাছে শিরোপা হারানোর পর থেকেই গুঞ্জন ছিল। আর হলোও সেটাই। দ্রুতই ঘোষণা হবে ইংলিশদের নতুন কোচের নাম।