30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

চোরকে থানায় এনে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

জয়পুরহাটে সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করার পর অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার কালাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আবু ইউসুফ নিজেই।

আটককৃত ব্যক্তি হলেন উপজেলার পুনট ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত কাছেম উদ্দিনের ছেলে মোনোয়ার হোসেন বলে জানা গেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মার্চ বিকেলে নিজ বাড়ির রাস্তার পাশে তাঁর ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি রেখে ভিতরে প্রবেশ করেন কালাই পৌরসভার থুপসাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু ইউসুফ। কিছুক্ষণ পর বাড়ীর বারান্দা হতে মোটরসাইকেলের পাশে দুইজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান তিনি। সন্দেহজনক হলে বাড়ীর পিছন গেট হয়ে বাহিরে আসামাত্র মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যান। তখন মোটরসাইকেলের মালিকও তাদের ধরতে ব্যর্থ হোন তিনি।

এরপর তিনি একটি অফিসের সিসিটিভি থেকে ভিডিয়ো সংগ্রহ করেন এবং তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওইদিনের ভিডিয়ো ও চোরের ছবি পোস্ট করেন। সেই সাথে কালাই থানায় সরবরাহ করেন। এরপর গত ২৯ মার্চ দিনের বেলায় স্থানীয় লোকজন ফেসবুক পোস্টের ভিডিয়ো ও ছবি সনাক্ত করেন এবং মোটরসাইকেল মালিককে জানান।

পরে তিনি শনিবার সন্ধ্যায় থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এবং ইন্সপেক্টর (তদন্ত) এস এম কামাল হোসাইনকে চোর সনাক্তের বিষয়ে জানান। রাতেই পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের একজনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরেরদিন রোববার সকালে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চুরি যাওয়া মোটরসাইকেল মালিক আবু ইউসুফ বলেন, চোরকে সনাক্তের পর আটক করতে আমি নিজেই পুলিশকে সহযোগীতা করেছি। রাতে যখন চোর মনোয়ারকে আটক করে থানায় নিয়ে আসা হয়, তখন আমি থানায় আসছিলাম। ওসি সাহেব আমাকে বলে, রাত অনেক হয়েছে, রোববার সকালে আসো, মামলা নিয়ে চোরকে জেল-হাজতে পাঠানো হবে। কিন্তু সকালে অর্থের বিনিময়ে চোরকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ কেন ছেড়ে দিল? তাকে থানায় এনে যদি ছেড়ে দেওয়াই হয়, তাহলে নিয়ে আসা হলো কেন? এ নিয়ে আমি হতাশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, অভিযোগকারীর ছবি সরবরাহের ভিত্তিতে একজন ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও তদন্ত চলমান।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব মুঠোফোনে জানান, এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে দুই জনের পদত্যাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন