16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির সূচি ফাঁস, কঠিন গ্রুপে বাংলাদেশ

২০২৫ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এমন সূচিই প্রকাশ করেছেন ব্রিটিশ গণমাধ্যমে টেলিগ্রাফ। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গে এ গ্রুপে রয়েছে বাংলাদেশ।

২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ আট দলের মধ্যে বাংলাদেশ জায়গা করে নিয়ে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। যার সম্ভাব্য সূচি কিছু দিন আগে আইসিসির কাছে পাঠায় আয়োজক দেশ পাকিস্তান।

ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে ওই প্রস্তাবিত সূচি প্রকাশ করেছে। সূচিতে দেখা যায় আগামী ১৯ ফেব্রুয়ারি আট দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে। করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

লাহোর ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে এ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। শেষ চারের ম্যাচগুলো করাচি এবং রাওয়ালপিন্ডিতে আগামী ৫ এবং ৬ মার্চ অনুষ্ঠিত হবে।  লাহোরে ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির।

আইসিসির মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে বসে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেবার ভারতকে হারিয়ে শিরোপ ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের মাটিতেই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন