১৫/০৭/২০২৫, ৩:৫২ পূর্বাহ্ণ
26 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৩:৫২ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়ালের জয়জয়কার

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ১৫ তম শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। শিরোপার মঞ্চে তারা বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। বিদায়ী টনি ক্রুস ও মডরিচ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বাধিক শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন। আর রিয়ালের ঘরে শিরোপা জয়ের ইতিহাস।

টনি ক্রুস আর লুকা মডরিচকে বিদায়ী উপহার দেওয়াটা ছিল রিয়ালের এবারের উপলক্ষ্য। সেখানে ২৭ বছর পর বরুশিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন ছিল নস্যি। হলোও তাই।

ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালকে ২-০ ব্যবধানে সহজ জয় এনে দিয়েছেন। লস ব্লাঙ্কেসদের জিতিয়েছেন ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

শিরোপার লড়াইয়ে প্রথমার্ধে কথা মতো সাহসী ফুটবল খেলেছে ডর্টমুন্ড। শুধু রিয়াল মাদ্রিদকে তারা আটকে রাখেনি, গোলের দারুণ সুযোগও তৈরি করে। কিন্তু করিম আদিয়ামি সুযোগ হারান।

দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারছিল না কার্লো আনচেলত্তির দল। কিন্তু মুহূর্তেই ম্যাচ কব্জা করা যে রিয়ালের চিরায়ত স্বভাব।

তারা সুযোগ পেলে ছাড়বে কেন। ম্যাচের ৭৪ মিনিটে ওই সুযোগ কাজে লাগিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন কারভাহাল। ৮২ মিনিটে ভিনিসিয়াস ওয়েম্বলির একপাশ স্তব্ধ করে অন্য পাশে উল্লাসের ঢেউ তোলেন।

তাদের ওই দুই গোলে শিরোপা নিশ্চিত করে রিয়াল। বিদায়ী ক্রুস ও মডরিচ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বাধিক ষষ্ঠ শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন। কার্লো আনচেলত্তি কোচ হিসেবে সর্বাধিক পঞ্চম শিরোপা জয়ের কীর্তি গড়েন। রিয়াল গড়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণের বেশি শিরোপা জয়ের ইতিহাস।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন