27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতের আয় হলো কত?

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মাত্র পাঁচ মাসের মাথায় আরও একটি বৈশ্বিক শিরোপা ঘরে তুললো ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০২৩ সাল থেকে আইসিসির সবশেষ তিন প্রতিযোগিতায় ২৪ ম্যাচের মধ্যে ২৩টিই জিতেছে ভারত। রোহিত শর্মার দলের একমাত্র হারটি ২০২৩ সালে ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।

রোববার (৯ মার্চ) দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স হয়েছিল ভারত। ২০১৭ সালেও ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। এছাড়া ২০০২ সালে বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে গেলে শ্রীলঙ্কার সঙ্গে শিরোপা ভাগাভাগি করে তারা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোট প্রাইজমানি বরাদ্দ ছিল ৬.৯ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৮৩ কোটি ৭৯ লাখ ৪১ হাজার টাকা প্রায়)। এর মধ্যে চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ২.২৪ মিলিয়ন ডলার (২৭ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা প্রায়)।

ভারত এবারের আসরে অপরাজিত দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ায় বেশ মোটা অঙ্কের অর্থ আয় করেছে। গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচপ্রতি ৩৪ হাজার ডলার করে মোট ১ লাখ ২ হাজার ডলার আয় করেছে (১ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকা প্রায়)।

এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দল ১ লাখ ২৫ হাজার ডলার (১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা) করে পেয়েছে। ভারতও পেয়েছে সেই টাকা। ফলে সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে ভারতের আয় দাঁড়িয়েছে ২.৪৬৭ মিলিয়ন ডলার বা ২৯ কোটি ৯৫ লাখ ৯৪ লাখ টাকারও বেশি।

দুবাইয়ে গতকাল ফাইনালে ভারতের স্পিন আক্রমণ সামলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে রোহিত শর্মার ৮৩ বলে ৭৬ রানের ইনিংসে ভর করে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

পড়ুন : নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন