১৮/০৬/২০২৫, ২২:৫৭ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২২:৫৭ অপরাহ্ণ

ছবিতে জগন্নাথের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ

৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে বৃষ্টিতে ভিজে কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।


বিকেল পৌনে ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। তার আগে থেকেই কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান করছিলেন জগন্নাথের শিক্ষার্থীরা।


মূলত দুপুর ১টার দিকে কাকরাইল মোড়ে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার আগে কাকরাইল মোড়েই পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা।


পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি রক্ত আরও দেব রক্ত ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা।

পড়ুন : পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন