১৪/০৬/২০২৫, ১৩:৪৩ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:৪৩ অপরাহ্ণ

ছাগলনাইয়ায় মাকে কুপিয়ে জখম, পালানোর সময় গণপিটুনির পর ছেলেকে আটক

ফেনীর ছাগলনাইয়ায় মাদকের আসক্ত এক উশৃংখল ছেলে নিজের মাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামের চৌধুরী বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন চৌধুরী মামুন (২৫) নামে ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। কয়েক মাস আগে নিজের বাবাকেও কুপিয়ে আহত করে সে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা লায়লা বেগম (৫০) পাশের এক বাড়িতে আশ্রয় নেন।

ঘটনার দিন সকালে মামুন জোরপূর্বক মাকে ধরে নিজ ঘরে নিয়ে আসে এবং রুটি তৈরি করতে বলেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে মামুন দা দিয়ে মায়ের মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে লায়লা বেগম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পালানোর সময় উত্তেজিত জনতা মামুনকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে তাকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামুন বর্তমানে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন