ছাত্রদের সাথে বিএনপির কোন দ্বন্দ নেই। দলটি নিজেদের জন্য নির্বাচন চায়না দেশের স্বার্থের জন্যই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চুয়াডাঙ্গায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা সম্মেলন জেলার টাউন হল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি ছিল সরব।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতে লন্ডন থেকে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর সম্মেলন উদ্বোধন করেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলম আলমগীর।
তিনি বলেন,অনেকেই সংস্কারের কথা বলছেন কিন্তু কিন্তু তা বাস্তায়ন করতে হলে নির্বাচনের প্রয়োজন।
সম্প্রতি ছাত্রদের সাথে দ্বন্দ নিয়ে নানা কথা উঠছে তা উল্লেখ করে মহাসচিব বলেন তরুণ রা সামনে এগিয়ে যাবেন এটাই তারা চান।
বিগত আওয়ামীলীগ সরকার পুলিশকে ব্যবহার করে গনতন্ত্র ধবংস করে ফেলে জানিয়ে মহাসচিব বলেন,তারা প্রকৃত ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। তার দল আগের চেয়ে এখন আরো অনেক শক্তিশালী বলেও হুশিয়ারী দেনে এ নেতা।