বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ।
আজ শনিবার (৩১ আগস্ট) সকালে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয়।
মরদেহ গ্রহণকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, গোয়াইনঘাট থানার ওসি শাহ মো. হারুনুর রশীদসহ বিজিবির কর্মকর্তারা। এর আগে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।