18 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ রণক্ষেত্র, নিহত ২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুন্সীগঞ্জ। সকালে জেলা শহরের সুপার মার্কেট এলাকা ছাত্র আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা জামাল জানান, আজ রবিবার বেলা ১১টার দিকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ হাসপাতালে আনা হয়। তাদের বয়স ২১ থেকে ২৫ বছর। নিহতরা আন্দোলনকারী হতে পারে বলে জানানো হয়েছে। 

হাসপাতালে এখনো গুলিবিদ্ধ ২০-২৫ জন আহত রোগী চিকিৎসার জন্য রয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ‘হতাহতের সংখ্যা এখনও বলতে পারছি না। তবে পুলিশ কোনো গুলি চালায়নি।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারাদেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন