বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ নাফি উল্লাহ দেওয়ান পদত্যাগ করেছেন।
গত বুধবার (১৪ মে) এক লিখিত পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘সংগঠনের অভ্যন্তরে চলমান দুর্নীতি ও আত্মসাতের প্রতিবাদে এবং ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আমি পদত্যাগ করছি।’
তিনি বলেন, ‘দেশ ও ন্যায়ের পক্ষে আমার আওয়াজ সবসময় উচ্চ থাকবে।’
সৈয়দ নাফি উল্লাহ বর্তমানে এন আর এন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেডে শিল্প ও উৎপাদন প্রকৌশলী হিসেবে কর্মরত।
এদিকে সংগঠনের আরও কয়েকজন সদস্যের পদত্যাগের খবর পাওয়া গেলেও তা লিখিতভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জেলা কমিটির আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ বলেন, ‘জুলাই যোদ্ধা ও অন্যান্য বিতর্কিত বিষয় নিয়ে আমি শিগগিরই সামাজিক মাধ্যমে বক্তব্য দেব।’
এনএ/