১৯/০৭/২০২৫, ২:১১ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:১১ পূর্বাহ্ণ

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ নাফি উল্লাহ দেওয়ান পদত্যাগ করেছেন।

গত বুধবার (১৪ মে) এক লিখিত পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘সংগঠনের অভ্যন্তরে চলমান দুর্নীতি ও আত্মসাতের প্রতিবাদে এবং ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আমি পদত্যাগ করছি।’

তিনি বলেন, ‘দেশ ও ন্যায়ের পক্ষে আমার আওয়াজ সবসময় উচ্চ থাকবে।’

সৈয়দ নাফি উল্লাহ বর্তমানে এন আর এন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেডে শিল্প ও উৎপাদন প্রকৌশলী হিসেবে কর্মরত।

এদিকে সংগঠনের আরও কয়েকজন সদস্যের পদত্যাগের খবর পাওয়া গেলেও তা লিখিতভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জেলা কমিটির আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ বলেন, ‘জুলাই যোদ্ধা ও অন্যান্য বিতর্কিত বিষয় নিয়ে আমি শিগগিরই সামাজিক মাধ্যমে বক্তব্য দেব।’

এনএ/

দেখুন: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিতে গণপদত্যাগ

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন