23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ছুটির সকালে ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত

শুক্রবার ছুটির দিনে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বাংলাদেশের রাজধানী ঢাকায়।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪২ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ঢাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক এ তথ্য নিশ্চিত করেছে।

তালিকায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে রয়েছে পাকিস্তানের দুই শহর করাচি ও লাহোর। দুটি শহরেরই বাতাসের স্কোর ১৮৬।

এদিন রাজধানীর সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এনএ/

আরও পড়ুন: ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

দেখুন: ‘ভুল চিকিৎসায়’ ঢাকায় গালফ এয়ারের পাইলটের মৃ*ত্যুর অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন