০৮/০৭/২০২৫, ২০:০৯ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:০৯ অপরাহ্ণ

ছুটি কাটিয়ে ঢাকা ফিরছেন কর্মজীবীরা

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ১০ দিনের অফিস বিরতি ছিল। আজ শেষ হচ্ছে সেই দিনটি। আগামীকাল রোববার থেকে পুরোদমে খুলছে অফিস-আদালত। তাই কর্মস্থলে যোগ দিতে এরইমধ্যে ঢাকা ফিরতে শুরু করেছেন লাখো কর্মজীবী মানুষ।

সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীর ঢল নেমেছে। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা।

তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় অনেককে আজও ঢাকা ছাড়তে দেখা গেছে। তাদের সংখ্যাও কম নয়। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ।

এদিকে, ভোর থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর ফলে সদরঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তাঁতিবাজার মোড় থেকে লঞ্চ টার্মিনাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে আটকে আছে অসংখ্য যানবাহন। প্রতিটি গাড়িতে যাত্রীতে ঠাসা। লঞ্চ থেকে নেমে বাসে উঠতে না পেরে অনেকে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

রাজধানীর সায়েদাবাদে সারি সারি দূর-পাল্লার বাস ঢাকায় ঢুকছে। প্রতিটি বাসেই যাত্রীতে ভরা। সবাই বাস থেকে নামার পর স্বস্তি প্রকাশ করছেন। তবে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে কমবেশি সবাইকে। আবার গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশাতে বাড়তি ভাড়া নেয়ারও অভিযোগ রয়েছে।

পড়ুন: ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষ

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন