২১/০৬/২০২৫, ২২:৩৩ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:৩৩ অপরাহ্ণ

ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকার রাস্তায় শাকিব খান ও অপু বিশ্বাস

দেশের শতাধিক প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। ঈদের দিন থেকেই সিনেমাটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়। শাকিব খান তার সিনেমা মুক্তির পর সব সময়ই নির্বিকার থাকেন। খুব একটা প্রেক্ষাগৃহে পাওয়া যায় না এই তারকাকে। ঈদের সময়টায় তিনি বরাবরই পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন। এই চিত্রনায়ক এবারের ঈদের ছুটিতে সন্তান আব্রাহাম খান জয় ও তার মা চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বের হয়েছিলেন। এমন একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায়, শাকিব খান, তাঁর সন্তান আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে শাকিব ও আব্রাহাম বসেন। গাড়ির পেছনে ওঠেন অপু বিশ্বাস। ছেলে আব্রাহামের হাতে ছিল একটি ব্যাগ। পাশ থেকে ভক্তরা ভিডিও করলেও দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে দেখা যায়। তাঁদের একসঙ্গে দেখাটা ভক্তদের কাছে অবিশ্বাস্যই বটে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তাঁরা এক হচ্ছেন। আবার সেই প্রশ্নই করছেন ভক্তরা। এমন গুঞ্জনের মধ্যেই ভিডিওটিতে তাঁদের একসঙ্গে দেখার ঘটনা চলমান গুঞ্জনকে নতুন করে উসকে দিল।

ভক্তদের কৌতূহল তৈরি হওয়া ভিডিওটি নিয়ে জানা যায়, ঢাকার একটি বিপণিবিতানে ছেলের জন্য কেনাকাটা করতে যান শাকিব খান। সেখানে অপু বিশ্বাসও ছিলেন। মা–বাবা দুজনে সন্তানের জন্য প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় চলে যান। শাকিব খান যে গাড়িতে চড়েছেন, সেটি অপু বিশ্বাসের, এমনটাও জানিয়েছে দুজনের ঘনিষ্ঠজনেরা।

ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের পরিবারের সম্পর্কটা তুলনামূলক ভালো। শাকিবের মা–বাবা এবং বোনের পরিবারের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক আছে। অপু বিশ্বাসের বাসায় শাকিবের যাওয়া–আসা না হলেও শাকিবের বাসায় ঠিকই যাওয়া-আসা অব্যাহত রেখেছেন আপু বিশ্বাস। সম্প্রতি সময়ে পত্রপত্রিকা ও বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে অপু বিশ্বাসের কথা শুনে বোঝা যায়, শাকিব খানের পরিবারের সঙ্গে কয়েক বছর ধরে ভালো সময় কাটছে।

পড়ুন : শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন