তাসনুভা তিশা ২০১৩ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। পরে মোস্তফা কামাল রাজের নাটক ‘লাল খাম বনাম নীল খাম’ দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন।
বর্তমানে তাকে সেলিব্রিটি লিগে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিশা তার ছোটবেলার ক্রিকেট খেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, ক্রিকেট খেলতে তিনি কখনোই প্রশিক্ষণ নেননি, তবে ব্যাটিং করতে খুব পছন্দ করেন। শৈশবে এলাকায় খেলতে চাইতেন, কিন্তু ব্যাট না থাকায় ছেলেরা তাকে খেলতে নিতো না।
অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছেন এবং বহু নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়।
তার কাজের ব্যস্ততা সম্পর্কে তিশা জানান, কুরবানি ঈদের নাটকের শুটিং নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন।
বলিউড নিয়ে নিজের পছন্দের কথা বলতে গিয়ে তিশা জানান, দীপিকা পাড়ুকোন কর্মাশিয়াল সিনেমার ক্ষেত্রে তার পছন্দের অভিনেত্রী, তবে রাধিকা আপ্তে তার সবচেয়ে প্রিয়। দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সংলাপগুলো তাকে বেশ আনন্দ দেয়।
এনএ/