জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে আজ বুধবার (৫ নভেম্বর) ঘোষণা করা হবে। একই দিনে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করা হবে।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর বারোটার দিকে এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
অধ্যাপক মোস্তফা হাসান বলেন, বুধবার (আজ) জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখনই নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামীকাল নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করবো। তফসিল ও আচরণবিধি নিয়ে আমরা কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি-দাওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা তাদের দাবিগুলো শুনেছি। তবে এ বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করা এখন সমীচীন নয়।
এর আগে ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়, যেখানে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। গত রোববার আচরণবিধি ও নির্বাচনের তারিখ নিয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন।
গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিশনের অন্য সদস্যরা হলেন— সহকারী নির্বাচন কমিশনার আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

