জনগণ চাইলে রাজনৈতিক দল গড়বে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তার আগে রাষ্ট্র সংস্কার জরুরি মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দেশ কাঁপানো সংগঠনটির সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নাগরিক টেলিভিশনকে বলেছেন, ভবিষ্যতের স্বৈরতন্ত্র ঠেকানোই লক্ষ্য তাঁদের।
দেড় দশকের বেশি ক্ষমতায় ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অপরাজেয় মনে হচ্ছিলো। উত্তাল জুলাইয়ে কোটা সংস্কারের অরাজনৈতিক আন্দোলনে ক্ষমতাচ্যুত হন তিনি। এতে মূখ্য ভূমিকা রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।
রাজনৈতিক শূন্যতার মধ্যে এই শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গড়বে কি-না সেই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জন-মানুষের মনে। বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ মনে করেন জনগণ চাইলে দেশের হাল ধরতে প্রস্তুত তরুণরা।
শেখ হাসিনা সরকার পদত্যাগের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতি গঠনে এখনও ছাত্রদের ভূমিকা রয়েছে।
এদিকে, সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রসংস্কারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।