১৮/০৬/২০২৫, ২২:৫৯ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২২:৫৯ অপরাহ্ণ

জননী প্রকল্পের আয়োজনে লালমনিরহাটে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রংপুর বিভাগে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার পরিস্থিতি এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে। প্রতি এক লাখ জীবিত জন্মে ১৬৩ জন মায়ের মৃত্যু হয় এবং প্রতি হাজার নবজাতকের মধ্যে ১৮ জন মারা যায়। যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৭০ এবং নবজাতকের মৃত্যুহার ১২-তে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভার আয়োজন করে জননী প্রকল্প। এতে ইউনিয়ন চেয়ারম্যান , সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, রংপুর বিভাগে ৯১ শতাংশ গর্ভবতী মা সরকারী প্রতিষ্ঠান থেকে প্রথম গর্ভকালীন সেবা (এএনসি-১) গ্রহণ করলেও, মাত্র ৩১ শতাংশ মা চার বা ততোধিকবার এই সেবা গ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক ডেলিভারির হার ৬১ শতাংশ হলেও সরকারি প্রতিষ্ঠানে তা মাত্র ১৭ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানে ৪৪ শতাংশ। অন্যদিকে, ৩৭ শতাংশ প্রসব হয় বাড়িতে। সিজারিয়ান ডেলিভারির হার ৪৫ শতাংশ এবং স্বাভাবিক ডেলিভারি ৫৮ শতাংশ।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিৎ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দীপঙ্কর রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম।

এছাড়াও সভায় জননী প্রকল্পের গভর্নমেন্ট রিলেশন অফিসার নজরুল ইসলাম ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার রেখা চক্রবর্তী উপস্থিত ছিলেন।

জানানো হয়, KOICA-এর আর্থিক সহায়তা এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর কারিগরি সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে জননী প্রকল্পটি বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ। ২০২৩ সালের মার্চ থেকে রংপুর বিভাগে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা এবং বাল্যবিবাহ রোধে কার্যক্রম চালিয়ে আসছে এই প্রকল্প।

পড়ুন : লালমনিরহাটে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৬ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন