১০/১১/২০২৫, ২২:১৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২২:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্যও প্রস্তুত: হাবিব উন নবী খান সোহেল

বিজ্ঞাপন

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্যও প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজার মাঠ প্রাঙ্গনে বান্দরবান জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি থেকে এসব কথা বলেন এই বিএনপি নেতা।

সমাবেশে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির শতশত নেতাকর্মী গুম, খুন, মামলাসহ নানা ভাবে হয়রানী হয়েছে। কিন্তু ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভূত্থানে তা বুঝিয়ে দিয়েছে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারকে।

বিএনপির এই নেতা আরও বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চান, যারা এ ধরনের উদ্ভট প্রস্তাব দেন তাদেরকে আমি বলতে চাই, বাবার আগে কি সন্তান হয়? এছাড়াও মাঝে মধ্যে আপনাদের কর্মকান্ড দেখে মনে হয় আপনাদের মধ্যে জঙ্গীভূত বহন করেছে। জঙ্গীভুত কখনো নির্বাচনকে বিশ্বাস করে না, বরংচ তারা রগ কাটা বিশ্বাস করে বলে মন্তব্যে করেন তিনি।

এর আগে, দুপুরে সাত উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যা-কার্ড হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয় কয়েক হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে স্থানীয় এক মাঠে এক সমাবেশে মানুষের ঢল নামে। 

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার, উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত উপস্থিত ছিলেন। 

এনএ/

দেখুন: কার জন্য এখনও সিঁদুর পরেন বিধবা রেখা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন