26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

১২৪ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের ১১৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৭ জন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

আজ সোমবার (৩ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বদলি করা কর্মকর্তাদের ১৯ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে, অন্যথায় তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।

সরকার পতনের পর পুলিশ বাহিনীতে রদবদল অব্যাহত রয়েছে। এর আগেও কয়েক দফায় বড় রদবদল হয়েছে।

অন্তর্বর্তী সরকার গত বছরের ২০ নভেম্বর আগের পুলিশ প্রধান মো. ময়নুল ইসলামকে সরিয়ে বাহারুল আলমকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেয়। নতুন আইজিপি দায়িত্বে আসার পর বাহিনীতে রদবদলের ধারাবাহিকতায় আরেকটি আদেশ এল।

এসব কর্মকর্তাকে ডিএমপি, এসবি, সিআইডি, র‍্যাব, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, পিবিআই, এপিবিএন এবং ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এনএ/

দেখুন: কক্সবাজারে জন নিরাপত্তায় টহল দিচ্ছে র‍্যাব

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন