১৫/০৭/২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
30.3 C
Dhaka
১৫/০৭/২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ

জবাবদিহিতা না থাকায় এনসিসি গঠনে একমত নয় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলে (এনসিসি) জবাবদিহিতা নেই। তাছাড়া, এই কাউন্সিল আরেকটি ভারসাম্যহীন অবস্থা তৈরি করবে। তাই এনসিসি গঠনে একমত নয় বিএনপি।

বুধবার (১৮ জুন) ঐকমত্য কমিশনে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের আলোচনা শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে যে দায়িত্ব দেয়ার প্রস্তাব করা হয়েছে তা বর্তমানে নির্বাহী বিভাগ দ্বারা বিভিন্ন আইনের মাধ্যমে হয়ে থাকে। প্রস্তাবিত এই কাউন্সিলের কোনও জবাবদিহিতা নেই। যে কাউন্সিলের কর্তৃত্ব ও ক্ষমতা থাকে কিন্তু জবাবদিহিতা থাকে না সেরকম কোনও প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সমর্থন জানাতে পারে না।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, অন্য সাংবিধানিক পদ ও সংস্থা স্বাধীন করতে পারলে সমস্যা থাকবে না। সুশাসন নিশ্চিত করতে ন্যায়পাল করা যেতে পারে। পাশাপাশি নির্বাচন কমিশন আইনও সংশোধন করা যেতে পারে। এ সময় স্বাধীনতা বিচার ব্যবস্থা হলে ভারসাম্যহীনতা দূর হবে বলেও মন্তব্য করেন তিনি।

পড়ুন : ঐকমত্য কমিশনের সংলাপ : এনসিসি গঠনে একমত, কাঠামো নিয়ে মতবিরোধ

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন