যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ঘোষণা দিলেন, জমি দখলে জড়িত থাকার প্রমাণ দিলে ২০ লাখ টাকা পুরস্কার।
আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি, সদর উপজেলার হামিদপুরে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। সংবাদ সম্মেলনে শহিদুল দাবি করেন, তিনি বা তার ছেলে ঘটনাস্থলে ছিলেন না। সেখানে থাকার প্রমাণ কেউ দিতে পারলে, ১৫ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণাও দেন তিনি।