শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন।
আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২ টা এ অভিযান চালানো হয়। এসময় ১৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
জেলা সড়ক বিভাগ জানায়, শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটি ৬০ থেকে ৭০ ফুট প্রসস্থ জমি অধিগ্রহণ করে চব্বিশ ফুট সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে অধিগ্রহণ করা বাকি জমির দখল হয়ে গেছে অন্তত ৮৭ শতাংশ। সড়কের পাশের এসকল জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে
অন্তত ১৪৬টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। একাধিকবার দখলদারদের সরে যেতে নোটিশ দেয়া হলেও তারা সরে যায়নি। পরে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সোমবার সকাল থেকে ধানুকা স্টেডিয়াম থেকে কোর্টের মোড় এলাকার অন্তত ১৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় জেলার সড়ক বিভাগ। আর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে ধারাবাহিকভাবে এ অভিযান চলমান রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসন।
এনএ/