লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের হরিদেব গ্রামের গোলাম রব্বানী বসুনিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, তার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করছেন তারই চাচা ও চাচাতো ভাইয়েরা।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, তিনি তার পৈত্রিক ১২ শতক জমির উপর ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন। প্রায় দশ বছর আগে স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে তিনি নিজের ১০ শতক জমিতে বিবাদীদের ঘর নির্মাণের অনুমতি দেন, বিনিময়ে সমপরিমাণ জমি তিনি নিজ বাড়ির সামনে পাবেন এমন চুক্তি হয়। তবে সেই শর্ত অমান্য করে বিবাদীরা জমি বুঝিয়ে না দিয়ে উল্টো তাকে ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ২৬ মার্চ ২০২৫ তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক ডাকা হলেও বিবাদীরা তা মানেননি। বরং ওইদিন পরবর্তী সময়ে ভুক্তভোগী গোলাম রব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এবং কি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন, আঃ সালাম বসুনিয়া, মোঃ নুরুল হুদা বসুনিয়া, মোঃ বাবু বসুনিয়া, লাম বসুনিয়া, উৎসব বসুনিয়া ও ইমন বসুনিয়া; সকলেরই ঠিকানা হরিদেব, ফকিরের তকেয়া, পঞ্চগ্রাম, লালমনিরহাট বাসিন্দা।
এ বিষয়ে বিবাদীদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।
এ সময় প্রশাসননের কাছে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গোলাম রব্বানী বসুনিয়া।
পড়ুন: জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা
দেখুন: ডিভোর্স হয়নি বলেই এখনো একসঙ্গে সময় কাটাই: বুবলী
ইম/