24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

জয়পুরহাটে ঋণের চাপে অটোচালকের আত্মহত্যা

জয়পুরহাটে সদর উপজেলায় ঋণের চাপে মফিক (৪০) নামে এক অটোচালক আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে জেলার বম্বু ইউনিয়নের চকদাদরা গ্রামের এক মাঠে এ ঘটনা ঘটেছে।

নিহত মফিক হলেন জেলার সদর উপজেলার বম্বু ইউপির নামা চক গ্রামের ফজের আলী খানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ গ্রহণ করে অটোচালক মফিক। এরপর কিস্তি পরিশোধ করতে চাপ দেন ঋণদান প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। কিস্তি পরিশোধের কোন পথ না পেয়ে রাতের আধারে মাঠের মধ্যে একটি গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অটোচালক। স্থানীয়রা সকালে মাঠে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সেখান থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : জয়পুরহাট সরকারি কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন