জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ইদ্রিস আলী (৪০) নামে এক অটোরিকশাচালক। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের খনজনপুর মিশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইদ্রিস সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের একরাম আলীর ছেলে। আহতরা হলেন একই উপজেলার ভাদসা গ্রামের আব্দু সোবহানের ছেলে মাসুদ হোসেন (৫৩), একই গ্রামের সোলাইমান আলীর ছেলে শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু আক্তার (৪২), হাসান আলীর স্ত্রী নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে নিহা আক্তার (২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহর থেকে দুর্গাদহ বাজারে যাচ্ছিল ইদ্রিসের চালানো অটোরিকশাটি। যাত্রী ছিল পাঁচজন। পথে খনজনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই ট্রাকটি ধাক্কা দেয় একটি মেসি ট্রাক্টরকে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ইদ্রিস। গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি খন্দকার ফরিদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: জয়পুরহাটে ডাকাতি মামলার মূল আসামি গ্রেপ্তার
এস