১৯/০৭/২০২৫, ২:২৫ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:২৫ পূর্বাহ্ণ

জয়পুরহাটে প্লাস্টিকের বস্তায় লুকানো বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকা থেকে প্রাচীন কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-৫ এর একটি দল। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী।

গ্রেপ্তারকৃতরা হলেন—জেলার সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাবুল হোসেন (৬৭) এবং পাঁচবিবি উপজেলার দানেশপুর গ্রামের মোরসালিন সরকার (২৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পুরাকীর্তি পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা মূর্তিটি অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তপথে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে কয়েকদিন নজরদারির পর সোমবার দুপুরে র‍্যাব অভিযান চালিয়ে দানেশপুর এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী জানান, পাচারচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন: জয়পুরহাটে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশাচালকের, আহত ৫

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন