১৯/০৭/২০২৫, ২:৫২ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৫২ পূর্বাহ্ণ

জয়পুরহাটে বিবাদ মিমাংসা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক বিবাদ মিমাংসা করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা কাঁচির আঘাতে আহত হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ডা. কাজী ইসমাইল হোসেন।

আহত পুলিশ কর্মকর্তা আলমগীর কবির (২৯) পাঁচবিবি থানার উপ-পরির্দশক (এসআই) পদে কর্মরত আছেন বলে জানা গেছে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালটেন্ট কাজী ইসমাইল হোসেন বলেন, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবির কাঁচিকাঘাত অবস্থায় বিকেল সাড়ে পাঁচটায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, রবিবার বিকেলে পুলিশ জরুরি পরিষেবা ৯৯৯ নম্বর কল পেয়ে পারিবারিক বিবাদ মিমাংসার জন্য এসআই আলমগীর কবির পাঁচবিবির পাটাবুকা নামক গ্রামে যায়। সেখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় হঠাত সে উত্তেজিত হয়ে এসআই আলমগীর কে কাঁচি দিয়ে আঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে এবং পায়ে আঘাত পায়। বর্তমানে সে সুস্থ আছে বলেও জানান তিনি।

এবিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ঘটনা শোনার পর হাসপাতালে তাকে দেখতে যান এবং এ বিষয়ে মামলা হবে বলেও জানান তিনি।

পড়ুন : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন