১৪/০৬/২০২৫, ১৭:০৪ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:০৪ অপরাহ্ণ

জয়পুরহাটে বিরসা মুন্ডার ১২৫তম প্রয়াণ দিবস পালিত

ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক, উলগুলান বিদ্রোহের পুরোধা বিরসা মুন্ডা-র ১২৫তম প্রয়াণ দিবস উপলক্ষে জয়পুরহাটে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবারে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলা আদিবাসী সংঘ ও মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদযাপন কমিটির সভাপতি কার্ত্তিক পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আদিবাসী সংঘ ও জেলা আদিবাসী পরিষদের সভাপতি ও পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রতন কুমার সিং, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক,জেলা মুন্ডা এসোসিয়েশন সভাপতি হরিপাল চন্দ্র পাহান, জেলা আদিবাসী সংঘের সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র পাহান, সহ-সভাপতি দিবাকর মাহাতো, নারী বিষয়ক সম্পাদক কাঞ্চন বালা সিং, সাংস্কৃতিক সম্পাদক শেফালী পাহান, জেলা মুন্ডা এসোসিয়েশনের অর্থ সম্পাদক লালমন এক্কা, জেলা মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক বিরেন মুন্ডা, আদিবাসী নেতা অনুকূল কর্মী, বিশ্বনাথ উড়াও, জেলা আদিবাসী ছাত্র সংঘের সভাপতি রাজিব সিং, আদিবাসী ছাত্রনেতা সম্পদ তির্কী ও নিতা মিনজি প্রমুখ।

বক্তারা বলেন, “বিরসা মুন্ডা কেবল বিদ্রোহী নয়, তিনি ছিলেন আদিবাসী অধিকার প্রতিষ্ঠার এক মহান প্রতীক।” তারা মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে আদিবাসী সমাজ ও দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডা ও অন্যান্য শহীদদের প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পড়ুন : জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন